প্রকাশিত: Tue, Jul 30, 2024 3:20 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:00 PM

[১]৬ সমন্বয়কারীকে খাওয়ানোর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করেছে ডিবি: হাইকোর্ট

আদালত প্রতিবেদক: [২] চলমান কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বকারীকে ডিবির হাতে আটক কেনো রাখা হয়েছে, সে বিষয়ে করা রিটের শুনানি শেষ। মঙ্গলবার আদেশ দিবে হাইকোর্ট। 

[৩] সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদুর রহমান দোলনের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়েছে। 

[৪] শুনানিতে হাইকোর্ট ডিবি অফিসের খাবার খাওয়ানো নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিচারপতি মন্তব্য করেন, খাবারের ছবি ছেড়ে দেয়া জাতির সঙ্গে তামাশা করা। 

[৫] এসময় আইনজীবীদের শুনানিতে হাইকোর্ট আরও মন্তব্য করেন, কোনো ব্যক্তিকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। সব পক্ষের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন। শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করারও নির্দেশনা চাওয়া হয়েছে। 

[৬] এদিকে দুই দিন ধরে সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ, সার্জিস ইসলামসহ ৬ জন সমন্বয়ক ডিবির হাতে আটক আছে। সম্পাদনা: এম খান